‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে সাময়িক বিরতি, নির্মাতা হওয়ার স্বপ্নে শিমুল শর্মা

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নিয়মিত মুখ শিমুল শর্মাকে আর দেখা যাচ্ছে না নাটকের নতুন সিজনে। পঞ্চম সিজন পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখা এই অভিনেতা হঠাৎ করে গুঞ্জনের কেন্দ্রে— নাটক থেকে কি তবে বিদায় নিচ্ছেন তিনি?
সম্প্রতি সিরিজটির নতুন সিজনের সংবাদ সম্মেলনে শিমুলের অনুপস্থিতি ও পোস্টারে তার অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। তবে শিমুল জানালেন, এটি স্থায়ী নয়, গল্পের প্রয়োজনে তার সাময়িক বিরতি।
শিমুল শর্মা বলেন, “গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। এখন কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ, তাই চরিত্র অনুযায়ী আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরব।”
নাটকে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনে কাজের স্বপ্ন নিয়ে শোবিজে আসা শিমুল জানিয়েছেন, তিনি বর্তমানে নিজেকে সময় দিচ্ছেন। তার ভাষায়, “আমি সবসময় অমি ভাইয়ের টিমের মানুষ ছিলাম, আছি। তবে আমি মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই এই জগতে এসেছি।”
এই সময়ে একটি কনটেন্টে অভিনয়ও করেছেন শিমুল, যার পোস্ট-প্রোডাকশন চলছে এবং খুব শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, “গল্পের প্রয়োজনে নতুন চরিত্র যুক্ত হয়, আবার কেউ কেউ সাময়িকভাবে বিদায় নেয়— এটাই স্বাভাবিক। কাউকে জোর করে রাখা বা বাদ দেওয়ার সুযোগ নেই।”
নতুন সিজনে শিমুল না থাকলেও আবার ফিরছেন জনপ্রিয় চরিত্র নেহাল, অর্থাৎ তৌসিফ মাহবুব। আগের মতোই থাকছেন জিয়াউল হক পলাশ (কাবিলা), মারজুক রাসেল, চাষী আলম, লামিয়া লামসহ আরও অনেকে।
১০৯ বার পড়া হয়েছে