সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে উদ্যোক্তা উন্নয়নে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন জোরদার এবং উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদহে একটি কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যার আয়োজন করে লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করা ব্যাংক এশিয়া। এতে জেলার সব ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল-২ এর আঞ্চলিক প্রধান এস এম এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ডিজিএম এস এম ইস্রাফিল হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম জিয়াউর রহমান।

কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার। এতে প্রায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেন।

বক্তারা বলেন, ক্লাস্টারভিত্তিক অর্থায়নের বিস্তৃতি স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। পাশাপাশি এই খাত দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন