সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুক পুনর্বাসন তহবিল আত্মসাতের অভিযোগ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা ও বর্তমান বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে এক প্রতিবন্ধীর বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের বাসিন্দা আলমগীর কবির, বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
আলমগীর কবিরের অভিযোগ, ২০২৪ সালের ২০ অক্টোবর ‘ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প’-এর আওতায় তার নামে ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় ট্রাইসাইকেল কেনার জন্য। অথচ তিনি সেই টাকা পাননি। তার দাবি, সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান ওই টাকা আত্মসাৎ করেছেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে সমাজসেবা অফিসার শহিদুর রহমান তার কাছ থেকে একটি দরখাস্ত নিয়ে নিজ কার্যালয়ের কর্মচারী হুমায়ুন কবিরের মাধ্যমে সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তার নামে একটি ট্রাইসাইকেল গ্রহণ করেন। পরবর্তীতে ২৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাকে কেবল একটি ট্রাইসাইকেল দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার ট্রাইসাইকেল বাবদ বরাদ্দকৃত অর্থ তিনি হাতে পাননি বলেই অভিযোগ করেন।
এ বিষয়ে শেখ শহিদুর রহমান দাবি করেন, “ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আলমগীর কবিরের মায়ের হাতে প্রদান করা হয়েছে। এছাড়া, প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে প্রাপ্ত ট্রাইসাইকেলটিও তার হাতে তুলে দেওয়া হয়েছে।”
তবে ভুক্তভোগী আলমগীর কবির বলেন, তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি, কিন্তু তার মায়ের হাতে টাকা দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। বরং প্রকল্পের অর্থ সরাসরি তার হাতে পৌঁছানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময়কালে শেখ শহিদুর রহমান স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে শ্যামনগর উপজেলায় বদলি করা হলে, স্থানীয়দের তীব্র আন্দোলনের মুখে সেখানে যোগদান করতে ব্যর্থ হন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তাকে বাগেরহাটে বদলি করা হয়।
অভিযোগকারী আলমগীর কবির সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
১২৭ বার পড়া হয়েছে