সর্বশেষ

সারাদেশ

ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল এক বড় অংকের মার্কিন ডলার, যা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দ করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার রাতে কলারোয়ার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকা থেকে মালিকবিহীন এই ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানিক দল তেতুলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া দিলে সে পলিথিনে মোড়া একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ব্যাগ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়, যা ১০০ ডলারের তিনটি বান্ডিলে ভাগ করা ছিল। এর বর্তমান মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, উদ্ধারকৃত অর্থ আজ আদালতের আদেশক্রমে আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন