সাতক্ষীরায় ঐতিহ্যবাহী মেলা ছাড়া বিশ্বকর্মা ও মনসা পূজা সম্পন্ন

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পূজা বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পলাশপোল এলাকায় গুড়পুকুর পাড়ের বটতলায় অবস্থিত মনসাতলা মন্দির প্রাঙ্গণে এই পূজার আয়োজন করে মনসাতলা মন্দির কমিটি।
পূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশে দূরদূরান্ত থেকে আসা দোকানিরা পলাশপোল মোড়ে বিভিন্ন ধরনের পসরা, মিষ্টি ও মিঠাই সাজিয়ে বসেন। তবে এবারের উৎসবে ছিল এক বড় অনুপস্থিতি—গুড়পুকুর মেলা।
প্রতি বছর বিশ্বকর্মা ও মনসা পূজার দিন সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আয়োজন হয়ে আসছিল। শত শত বছরের এই মেলা শহরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এ বছর কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা। ফলে বন্ধ থাকছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তাদের দাবি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী মেলাকে বাঁচিয়ে রাখতে হবে—even if on a small scale—প্রতিবছর যেন অন্তত সীমিত আকারে হলেও আয়োজনটি টিকে থাকে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “জাতীয়ভাবে মেলা আয়োজন আপাতত নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।”
১১১ বার পড়া হয়েছে