তারকাখ্যাতি পেছনে ফেলে ধর্মচর্চায় মন দিলেন তামিম

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা ও সংগীতশিল্পী তামিম মৃধা শোবিজ দুনিয়ার পরিচিত মুখ হলেও, এখন তার জীবনে এসেছে বড় পরিবর্তন।
ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে সরে এসে ধর্মীয় অনুশীলনে মনোনিবেশ করছেন। বদল এসেছে তার বাহ্যিক চেহারাতেও — তিনি এখন লম্বা দাড়িতে নিয়মিত ইসলামিক কনটেন্টে অংশ নিচ্ছেন।
সাম্প্রতিক সময়েই পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন তামিম। সেখানকার এক ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার অনুভূতি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।
ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, “অনেকেই জানতে চান, আমি এখন কীভাবে রিজিক উপার্জন করি। আমি বলি, রিজিক মানে শুধু অর্থ নয়—আমি যে নিঃশ্বাস নিতে পারি, ঘুমাতে পারি, চলাফেরা করতে পারি, শান্তি ও তৃপ্তি অনুভব করতে পারি, সেটাও তো রিজিক। সেই নিয়ামতের মাঝেই আমি আমার সবচেয়ে প্রিয় স্থানে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করছি—এটাই তো সবচেয়ে বড় সৌভাগ্য।”
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “আলহামদুলিল্লাহ! আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার হলেও এই পবিত্র স্থানে আসার সৌভাগ্য দেন।”
১১৫ বার পড়া হয়েছে