সর্বশেষ

সারাদেশ

আনন্দনগরে মহল্লা কমিটি গঠন অনুষ্ঠানে সম্প্রীতি ও উন্নয়নের বার্তা

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির ৭নং পৌর ওয়ার্ডের আওতাধীন আনন্দনগর এলাকায় নতুন মহল্লা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে আনন্দনগর শ্রী শ্রী ভূবনেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা বলেন,
“পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে, তার ভিত্তি রচনা করেছেন ওয়াদুদ ভূঁইয়া। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালিয়ে পাহাড়কে এগিয়ে নিয়েছেন।”


তিনি আরও বলেন, খাগড়াছড়ি বিএনপি কোনো সংঘাত চায় না। বরং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে বিএনপি কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশনায় মহল্লাভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পূজা উৎসবকে সামনে রেখে তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নিরাপদ ও নির্ভয়ে বসবাসের আহ্বান জানান।


সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ভূবনেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাধন পাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:


খাগড়াছড়ি জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সহ-সভাপতি আহছান উল্লাহ মিলন
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল আলম
জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন
এছাড়াও আরও অনেকে সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আনন্দনগর মহল্লা কমিটির আংশিক গঠন ঘোষণা করা হয়। এতে মো. জুলহাস ফরাজীকে সভাপতি এবং রাজীব রায়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় জানানো হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন