সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৩ জনকে কোপানোর ঘটনায় ১৭ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবিরসহ তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আহত শাহিনুর কবিরের পিতা মোঃ লিয়াকত আলী গাজী পাটকেলঘাটা থানা পুলিশের কাছে এ অভিযোগপত্র দেন। হামলার ঘটনা ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, তৈলকুপির তৈলকুপি গ্রামের মোঃ মোসলেম সরদারের পুত্র ও জেলা গণঅধিকার পরিষদের নেতা হাসানুর রহমান হাসানসহ আরও ৯ জন ও অজ্ঞাতপরিচয় ৭-৮ জন এ হামলার সঙ্গে জড়িত রয়েছেন। আহতরা হলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর কবির, তার ছোট ভাই সাইফুল্লাহ এবং ভাবি পারুল সুলতানা।

এজাহারে বলা হয়েছে, মাছের ঘের থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে হাসান ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে শাহিনুর কবিরকে হামলা করে। হামলায় তাকে একটি দোকানে আশ্রয় নিতে হয়, সেখানেও হামলা চালানো হয়। তার ছোট ভাই ও ভাবিকেও গুরুতর আহত করা হয়। সাইফুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে, আর পারুল সুলতানার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুর কবিরের মোটরসাইকেলও ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করে।

আহত শাহিনুর কবির অভিযোগ করেন, ২০২৩ সালে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে হাসান তাকে র‌্যাবের মাধ্যমে গ্রেপ্তার করান এবং তিনি দীর্ঘদিন জেল খাটেন। তিনি আরও বলেন, হাসান সরকারি প্রভাব ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছেন।

অভিযুক্ত প্রধান আসামি হাসানুর রহমান হাসান মামলার বিষয়ে বলেন, জমির কাগজপত্র তাদের রয়েছে, কিন্তু অন্যরা জোরপূর্বক জমি দখল করেছে। তিনি বলেন, "আইন হাতে তুলে মারধর করার ঘটনা হওয়া উচিত নয়," কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরে কথা এড়িয়ে যান।

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্তযোগ্য নয়। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” তিনি প্রশাসনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিনুর রহমান জানান, হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন