সর্বশেষ

সারাদেশ

লালন আখড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সাধক ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আখড়ার প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজবাড়ীর একটি মাজারে হামলার ঘটনার পর সার্বিক নিরাপত্তা বিবেচনায় জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবেই লালনের আখড়ায় বাড়ানো হয়েছে নজরদারি।

বেলা সাড়ে ৩টার দিকে আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ ফটকের পাশের গোলঘরের সামনে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, “গতকাল রাজবাড়ীর একটি মাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আমাদেরকে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।”

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “সাম্প্রতিক কিছু ইস্যু মাথায় রেখে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন