সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী ‘কোপা মাসুদ’ দুই সহযোগীসহ গ্রেপ্তার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে 'কোপা মাসুদ' এবং তার দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে তাদের কাছ থেকে চাপাতি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পরদিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া মাসুদ রানা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তার দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়, কোপা মাসুদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার মাধ্যমে স্থানীয়দের আতঙ্কের মধ্যে রাখতেন। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে থানায় অন্তত পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে গ্রেপ্তার করার পর অভিযুক্তদের প্রাথমিকভাবে সেনা ক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১১২ বার পড়া হয়েছে