উত্তরা ইপিজেডে অচলাবস্থার অবসান, খুলছে সব কারখানা

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টানা কয়েক দিনের অচলাবস্থার পর আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে উত্তরা ইপিজেডের সব কারখানা পুনরায় চালু হচ্ছে। তবে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড খোলা হবে শনিবার (৬ সেপ্টেম্বর)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে ৩ সেপ্টেম্বর ইপিজেডের কারখানাগুলোর উৎপাদন বন্ধ রাখা হয়। একইদিনে জোন অফিসের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে শ্রমিক, মালিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি লিমিটেডের মালিকপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ৬ সেপ্টেম্বর থেকে কারখানা চালুর ঘোষণা দেয়।
এছাড়া ৩ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় নিহত শ্রমিক আহসান হাবীবের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার কোম্পানি বহন করবে বলে মালিক পক্ষ জানিয়েছে।
অচলাবস্থা কাটিয়ে ইপিজেডে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষ একমত পোষণ করেছে। বিদেশি বিনিয়োগ রক্ষা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
১২২ বার পড়া হয়েছে