রঘুনাথপুর বালিকা বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম আকর্ষণ—ষাঁড়ের লড়াই।
নবীন যুব সংঘের আয়োজনে গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। ষাঁড়ের লড়াই উপভোগ করতে দুপুর থেকেই স্কুল মাঠের চারপাশে উৎসুক দর্শকের ভিড় জমে ওঠে। কেউ ছিল স্কুলের বারান্দায়, কেউবা বাড়ির ছাদে বা গাছে উঠে খেলা উপভোগ করেছেন। সব বয়সের মানুষ, বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল উপচে পড়া উৎসাহ।
প্রতিযোগিতায় আড়পাড়া, যাদবপুর, শোলপুর, মির্জাপুর, পেড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০টি ষাঁড় অংশ নেয়। মির্জাপুর থেকে আসা দর্শক অলোক বিশ্বাস জানান, “আমরা প্রায় ২০ জন নসিমনে করে এসেছি খেলা দেখতে। বৃষ্টি না হলে মানুষ আরও বেশি উপভোগ করতে পারত। আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”
নবীন যুব সংঘের সভাপতি সায়েবুজ্জামান জানান, “গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহযোগিতায় এবার আমরা আয়োজন করেছি। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।”
উদ্বোধনী বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “গত ১৫ বছরে এই এলাকায় এমন আয়োজন দেখা যায়নি। পূর্ববর্তী সরকারের সময়ে মানুষ ছিল সাংস্কৃতিকভাবে অবরুদ্ধ। তখনকার শাসনব্যবস্থা মানুষকে জিম্মি করে রেখেছিল। এখন মানুষ মুক্ত পরিবেশে ঐতিহ্যবাহী বিনোদনে অংশ নিতে পারছে, এটিই আমাদের প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “ষাঁড়ের লড়াই, জারি গান, নৌকা বাইচ, ঘোড়া দৌড়—এসব বাংলার মাটি ও মানুষের প্রাণের অংশ। এগুলো ধরে রাখতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য।”
১২৫ বার পড়া হয়েছে