সর্বশেষ

সারাদেশ

র‍্যাবের অভিযানে ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বুধবার (২০ আগস্ট) দুপুরে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩৩) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার ভেঙে পলায়ন, এরপর সহিংসতা
র‍্যাব জানায়, সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলা কারাগারে হাজতি (হাজতি নম্বর ২৬৭৪/২৪) হিসেবে বন্দি ছিলেন।
গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তিনি অন্যান্য বন্দিদের সঙ্গে জেল রক্ষীদের মারধর করে জেলগেটের তালা ভেঙে পালিয়ে যান।
পলায়নের সময় তারা দেশীয় অস্ত্র, ককটেল, পেট্রোল বোমা ও দাহ্য পদার্থ ব্যবহার করে কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে অংশ নেয়, ফলে সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।

কারাগার থেকে পালানোর পর সাইফুল জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতার মামলাও রয়েছে।

আটকের সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালতেতলা এলাকায় অভিযান চালিয়ে বুধবার দুপুরে সাইফুলকে আটক করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন