দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও একদিন পর বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।
উপজেলা পরিষদ বাজারে অবস্থীত বিএনপি’র দলীয় অফিসের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নেতাকর্মীবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে দৌলতপুর থানার সামনে গিয়ে শেষ হয়। র্যারি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক রাশেদুল ইসলাম শামীম এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
২৮০ বার পড়া হয়েছে