সর্বশেষ

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনাল-১-এ আনা হয়।

এই মামলায় ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুনসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। আজ মামলার ১৩তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল আজ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, ১৬ জুন ট্রাইব্যুনাল পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। পরদিন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তাদেরকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও তারা হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতে বিচারকাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।

পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন। শুনানি শেষে ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

এরই ধারাবাহিকতায় মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন