সর্বশেষ

আইন-আদালত

জাবেদ পাটোয়ারীসহ ৫ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০১৬ সালে গাজীপুরে কথিত 'জঙ্গি অভিযানে' সাতজনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারকগণের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

প্রসিকিউশন সূত্র জানায়, নিহত সাতজনকে দেশের বিভিন্ন এলাকা থেকে ধরে এনে একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর বাহির থেকে তালা মেরে ঘটনাটিকে ‘জঙ্গি অভিযান’ হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।

নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের দপ্তর নতুন করে মামলা দায়ের করে। মামলায় যেসব কর্মকর্তার নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন:

তৎকালীন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী
কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম
তৎকালীন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ
এবং আরও দুই পুলিশ কর্মকর্তা
এ বিষয়ে নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, "ট্রাইব্যুনাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরোয়ানা জারি করেছে।"

সেই সঙ্গে একই দিনে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। আদালত তাকে সাফ জানিয়ে দেয়—সাক্ষী যেই হোক না কেন, তাকে ভয় দেখালে তাকে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, এদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন