সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালানি পণ্যসহ ৫২টি মোবাইল জব্দ

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় ২৬ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জুলাই) বিকেলে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনা বিওপির বিশেষ টহল দল ফকিরের মোড় এলাকা থেকে ৫২টি ভারতীয় মোবাইল এবং দাঁতভাঙ্গা এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। একইভাবে, কালিয়ানী এলাকা থেকে আরও ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয়।
তলুইগাছা, হিজলদী, কাকডাঙ্গা, সুলতানপুর, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া এবং মাদরা বিওপি ও ক্যাম্পসমূহ থেকে আরও বিপুল পরিমাণ ভারতীয় পণ্য — ওষুধ, শাড়ি এবং মদ — জব্দ করা হয়েছে। এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে জব্দকৃত শাড়ি ও ওষুধের মূল্য প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা।
সব মিলিয়ে বিজিবির বিভিন্ন বিশেষ অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা। তবে অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্য চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনার চেষ্টা চলছিল। এগুলো যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মাদকের ক্ষেত্রে ডায়েরি করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে