সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন

মোঃ রাসেল হোসেন, ধামরাই 
মোঃ রাসেল হোসেন, ধামরাই 

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ।

রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ তাদের ওপর হামলা করা হচ্ছে বারবার। এসব ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের ষড়যন্ত্র এবং স্বৈরাচারী মনোভাব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে নৈরাজ্য আরও বাড়বে।"

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের।


এসময় আরও বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি আবু হাসান, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, দৈনিক সমকালের প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি ওয়াসিম হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ ও চ্যানেল এস-এর ধামরাই প্রতিনিধি মো. রাসেল হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি মো. মনোয়ার হোসেন রুবেলসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন