সর্বশেষ

সারাদেশ

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমগীরের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তের নিকটবর্তী একটি মৎস্যঘের রয়েছে তার মামার। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গেলে হঠাৎ ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসতে দেখা যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ছোড়া গুলির ছররায় আলমগীরের ঘাড়, চোখ এবং মাথায় আঘাত লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, “আহত ব্যক্তি ছররা গুলিতে জখম হয়েছেন। শরীরের ডান পাশের একাধিক স্থানে ছররা গুলি রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন জানান, “আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজ সোমবার ভোরে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।”

এ বিষয়ে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন