সর্বশেষ

বিনোদন

বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’

বিনোদন রিপোর্টার
বিনোদন রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্ধু দিবস উপলক্ষে বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও, এবার এটি প্রথমবারের মতো অনলাইনে দর্শকদের জন্য উপলব্ধ।

এই চলচ্চিত্রটির পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন ওয়ালিদ আহমেদ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেক শিল্পী।

পুরো শ্রীমঙ্গলের সুন্দর প্রাকৃতিক দৃশ্যে নির্মিত এই সিনেমার কাহিনী রচনা করেছেন আফরোজা মোমেন। ছবির পাঁচটি গানের কথা লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ নিজে। মেলোডি ঘরানার এই গানে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। ছবির প্রযোজনায় যুক্ত ছিলেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

‘মেঘের কপাট’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে। এর মধ্যে, নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ উল্লেখযোগ্য।

২০১৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’। ছবিটি চার সপ্তাহ ধরে ঢাকার বিখ্যাত ব্লকবাস্টার সিনেমা হলে সফলভাবে প্রদর্শিত হয়। পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। পরে, এই সিনেমাকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় ভারতে দেখানোর জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, টফির অ্যাপ ও ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি উপভোগ করা যাবে। ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটির লিংক: https://toffeelive.com/en/watch/yXd2bpgBcqxnFHJBB0ar

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন