হোটেল থেকে দক্ষিণী অভিনেতা কলাভবন নাভাসের মৃতদেহ উদ্ধার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কেরালার চোট্টানিক্কারা এলাকার একটি হোটেল কক্ষ থেকে মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কলাভবন নাভাসের (৫১) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর— ইন্ডিয়ান এক্সপ্রেস।
জানা গেছে, একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে হোটেলটিতে অবস্থান করছিলেন তিনি। হোটেল কর্মীরা দীর্ঘ সময় ধরে সাড়া না পেয়ে সন্দেহজনক অবস্থায় কক্ষটি খোলার উদ্যোগ নেয়। পরে নাভাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে কলাভবন নাভাসের মৃত্যু হয়েছে।
কলাভবন নাভাস মালয়ালম বিনোদনজগতে ছিলেন একাধিক পরিচয়ে পরিচিত—তিনি ছিলেন মিমিক্রি শিল্পী, ব্যাকগ্রাউন্ড গায়ক ও একজন চলচ্চিত্র অভিনেতা। তাঁর বহুমাত্রিক প্রতিভা তাকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনে দিয়েছিল বিশেষ পরিচিতি।
তার হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
১০৬ বার পড়া হয়েছে