সারাদেশ

খাগড়াছড়ি পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা, স্বাস্থ্য খাতে গুরুত্ব

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২শ ২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক জানান, চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭শ ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সবচেয়ে কম ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে। এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

 

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক জানান, চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭শ ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সবচেয়ে কম ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে। এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

 

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। এতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ।

 

অধিবেশনে পৌর এলাকার ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন