টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে টানা বর্ষণের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
রবিবার (২৭ জুলাই) কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি মোড়সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে জমে থাকা পানির কারণে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জলাবদ্ধতার ফলে শহরে পরিবহন সংকট তৈরি হয়েছে। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। তারা আরও জানান, নালা ও ড্রেনগুলোতে আবর্জনা জমে থাকার কারণেই দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, বর্তমানে আগের মতো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা না থাকলেও ভারি বৃষ্টির পর কিছু এলাকায় সাময়িক পানি জমে। তবে তারা দাবি করছে, জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে নগরীর এ সমস্যার স্থায়ী সমাধান হবে। বর্তমানে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৯ কোটি টাকা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৭.৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে