নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, "এখনো আমরা সব অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে। নির্বাচনের পূর্বে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।"
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১১ সদর দপ্তরও পরিদর্শন করেন।
তিনি বলেন, “নির্বাচনের অন্যতম প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। তাদেরকেই অস্ত্র উদ্ধারে সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।”
জুলাই মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব মামলায় অনেক অগ্রগতি হয়েছে। তবে কিছু মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে, যা তদন্তে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, “নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্যই তদন্তে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাচাই-বাছাই করেই অভিযোগপত্র দাখিল করা হবে।”
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জাহাঙ্গীর আলম বলেন, “সাংবাদিকরা যদি সত্য তথ্য প্রকাশ করেন, তবে কোনো বিভ্রান্তি ছড়াবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি সত্য, কেবল সেটিই জানানো হয়। এতে জনগণ সচেতন হয়, বিভ্রান্তি কমে।”
তিনি আরও বলেন, “মিডিয়া এখন অনেক শক্তিশালী অবস্থানে আছে, সহজেই সব জায়গার তথ্য তুলে আনতে পারছে। কিছু স্বার্থান্বেষী মহল সমস্যার সৃষ্টি করতে চাইবে, তবে আমরা আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
১৪১ বার পড়া হয়েছে