রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাচীর রক্ষায় মানববন্ধন

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর অপসারণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় বখাটে ও মাদকসেবিদের উৎপাত, ছাত্রীদের ইভটিজিংসহ নানা নিরাপত্তা সংকট মোকাবেলায় প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সীমানা নির্ধারণ করে ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
তবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রাচীর নির্মাণের শেষ পর্যায়ে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পাশের রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার প্ররোচনায় একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তারা।
ছাত্রীদের অভিযোগ, আগে সীমানা প্রাচীর না থাকায় এলাকার বখাটেরা অবাধে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করত, অশালীন মন্তব্য করত এবং মাদক সেবন করত। শিক্ষার্থীদের অনেক সময় নিজেরাই পরিষ্কার করতে হতো ওইসব জায়গা। কিন্তু প্রাচীর নির্মাণের পর এসব সমস্যা অনেকটাই কমে আসে। এখন পুনরায় প্রাচীর ভাঙার উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন মহী বলেন, "শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই প্রয়াসে এখন বাধা সৃষ্টি হচ্ছে, যা দুঃখজনক।"
বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ছাত্তার বলেন, "ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রাচীর অত্যন্ত জরুরি। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সীমানা প্রাচীর রক্ষা করে বিদ্যালয়ের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
১২৮ বার পড়া হয়েছে