২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৪৪৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১২৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকার বাইরে জেলার হাসপাতালে ৬৮ জন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ৪০ ও ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৪০২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৬২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ২৬ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৫।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
১১৬ বার পড়া হয়েছে