শিক্ষা

দুর্ঘটনার প্রেক্ষিতে আজকের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এই সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই উপদেষ্টার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বৈঠকে আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে রাজধানীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপরেও পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

নেটিজেন ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, দেশের এমন শোকাবহ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ক্ষোভ প্রকাশ করে লেখেন, “এই দেশের স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? শিক্ষা উপদেষ্টা তো বলেই দিয়েছেন আজকের ঘটনার সঙ্গে পরীক্ষার কী সম্পর্ক!” তিনি আরও প্রশ্ন তোলেন, “কীভাবে তারা পারেন এমন সিদ্ধান্ত নিতে?”

একজন মন্তব্যকারী কটাক্ষ করে লিখেছেন, “আইন উপদেষ্টা নাকি বিদেশ থেকে ডাক্তার আনবেন, যদি দরকার হয়। উপদেষ্টা আনা প্রয়োজন হয়ে গেছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ নিজের পোস্টে লেখেন,
“আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করো ইন্টারিম! এমন ট্রাজেডির পর কোনো শিক্ষার্থীর পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।”

একজন পরীক্ষার্থী, রুবাইয়ার প্রসঙ্গ তুলে সোহা আক্তার সাদিয়া প্রশ্ন করেন, “রুবাইয়ের মা মারা গেছেন, উপদেষ্টা সাহেব! উনি কি মায়ের লাশ দাফন করবেন, নাকি পরীক্ষা দিতে যাবেন? একটু দয়া করে জানান।”

প্রসঙ্গত, মঙ্গলবারের পরীক্ষা সূচিতে ছিল—

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (বিজ্ঞান শাখা)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র
ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
পরীক্ষা স্থগিতের বিষয়টি এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়নি, তবে উপদেষ্টাদের ঘোষণায় শিক্ষার্থীরা অন্তত কিছুটা আশ্বস্ত হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন