সারাদেশ
সাতক্ষীরার তালা উপজেলায় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে শালিখা-দেলুয়া নদীতে অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
তালায় জলাবদ্ধতা কমাতে নেটপাটা অপসারণ অভিযান

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে শালিখা-দেলুয়া নদীতে অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, “নদীর স্বাভাবিক স্রোতধারা বজায় রাখা এবং জলাবদ্ধতা নিরসনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য নদী ও খালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর