সাতক্ষীরা ল’ কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা ল’ কলেজে প্রভাষক পদে নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতারণার শিকার একাধিক আইনজীবী।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯ জুলাই কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট রবিউল ইসলাম খান আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারী ব্যক্তিদের ৭টি প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন। তারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়াটি ছিল একটি ‘পাতানো খেলা’—যেখানে প্রশ্নপত্র আগেই ফাঁস করে নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।
আইনজীবীরা আরও দাবি করেন, কলেজ ফান্ড থেকে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এসব অনিয়মের বিরুদ্ধে তারা অবিলম্বে নিয়োগ বাতিলের দাবি জানান এবং নিয়োগ বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট তাছলিমা খাতুনসহ আরও অনেকে।
১১৪ বার পড়া হয়েছে