যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ টন গম আমদানির চুক্তি বাংলাদেশে

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী পাঁচ বছরে প্রতি বছর ৭ লাখ টন করে উচ্চমানের গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস উইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন, বাণিজ্য সচিবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “এই সমঝোতা স্মারক শুধু গম আমদানির ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আস্থা এবং বাণিজ্য সহযোগিতা আরও বিস্তৃত করবে, যার সুফল পাবেন উভয় দেশের জনগণ।”
চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূলক দামে বছরে ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৩৪ বার পড়া হয়েছে