বান্দরবানে জেলা পরিষদের চারা ও গবাদি পশু বিতরণ কর্মসূচি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রুমা উপজেলায় ফলজ গাছের চারা ও গবাদি পশু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০টি পরিবারের মধ্যে ১৪,০৯০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৬৯টি পরিবারকে গরু, ছাগল ও শুকর প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য জারলম বম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। শুধু চারা রোপণ করলেই হবে না, সেই সঙ্গে গাছের যত্ন এবং পরিচর্যাও করতে হবে—এই বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
এই কর্মসূচিতে তানিয়া কৃষক, নারী স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, তাঁরা এ চারা ও পশু লালন-পালনের মাধ্যমে নিজেদের জীবিকা উন্নয়নে ভূমিকা রাখবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনমানও উন্নত হবে।
১৩১ বার পড়া হয়েছে