পাথরখণ্ডের নিলামে সম্ভাব্য দাম ৪৮ কোটি টাকা!

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরখণ্ডটি এবার উঠছে নিলামে। ওজনে মাত্র ২৫ কেজি হলেও এর দাম শুনলে চোখ কপালে উঠবে যেকারও।
বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবি’স (Sotheby’s) জানিয়েছে, পাথরটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি থেকে ৪৮ কোটি টাকা!
‘এনডব্লিউএ ১৬৭৮৮’ নামের এই উল্কাপিণ্ডটি আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য প্রাকৃতিক ইতিহাসনির্ভর এক বিশেষ নিলামে বিক্রির জন্য তোলা হবে। একই নিলামে রয়েছে একটি সিরাটোসরাস ডাইনোসরের কঙ্কাল, যার উচ্চতা প্রায় ৬ ফুট ও দৈর্ঘ্য ১১ ফুট।
সদবি’স জানায়, এনডব্লিউএ ১৬৭৮৮ মূলত একটি মঙ্গলীয় উল্কাপিণ্ড। বিজ্ঞানীরা মনে করেন, একটি বিশাল গ্রহাণুর আঘাতে মঙ্গলের পৃষ্ঠ থেকে খণ্ডটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১৪ কোটি মাইল পাড়ি দিয়ে এসে এটি সাহারা মরুভূমিতে পড়ে। ২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের এক সংগ্রাহক সেটি আবিষ্কার করেন।
লাল, বাদামি ও ধূসর বর্ণের বিশাল এই খণ্ডটি পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে পাওয়া দ্বিতীয় বৃহত্তম পাথরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বড়। শুধু এটিই মঙ্গলের পাথর হিসেবে এখন পর্যন্ত পাওয়া উপাদানের প্রায় ৭ শতাংশ ধারণ করে বলে জানিয়েছে সদবি’স।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শনাক্ত ৭৭ হাজারেরও বেশি উল্কাপিণ্ডের মধ্যে মাত্র ৪০০টি মঙ্গল গ্রহ থেকে এসেছে বলে জানানো হয়েছে।
সদবি’স-এর প্রাকৃতিক ইতিহাস বিষয়ক বিশেষজ্ঞ ক্যাসান্দ্রা হ্যাটন জানান, উল্কাপিণ্ডটির একটি ছোট নমুনা বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয় এবং সেখানে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, এটি সত্যিই মঙ্গল গ্রহ থেকেই এসেছে।
১২৭ বার পড়া হয়েছে