সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ১

আল-মামুন,খাগড়াছড়ি 
আল-মামুন,খাগড়াছড়ি 

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন সংলগ্ন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আরবারি এলাকার ধনচন্দ্র ত্রিপুরার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা, যিনি একই এলাকার বাসিন্দা ও বাসিমহন ত্রিপুরার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। আহত শ্যামল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “এই ঘটনায় একজন নারী নিহত এবং একজন পুরুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন