সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিয়ে জন-সচেতনতা গড়তে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল।

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হোটেল-রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে আ ন ম নাজিম উদ্দিন বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনে সতর্কতা ও মান বজায় রাখতে হবে। ভেজাল রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও আন্তরিকতা।”

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। ভেজালমুক্ত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে হলে জনসচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে কার্যকর উদ্যোগ নিলে নিরাপদ খাদ্য নিশ্চিতে আরও অগ্রগতি সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন