সর্বশেষ

সারাদেশ

ফকিরহাটে হ্যামকো ইন্ডাস্ট্রিজে ডাকাতির চারদিন পর মালসহ গ্রেপ্তার ৯

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন–ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় মূল্যায়ন করা কোটি টাকার মালপত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার চার দিন পর তথ্যপ্রযুক্তি নির্ভর অনুসন্ধানে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

ঘটনা ও উদ্ধার তথ্য:
৪ জুলাই (শুক্রবার) রাত ৮টার দিকে মুখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে।
নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে তারা ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে।
লাগেজঘরে ঢুকে ডালিত করে:

অ্যালুমিনিয়াম বার – ১৫ টন
তামার তার – ২.৫ টন
বৈদ্যুতিক তার – ১ টন
মালামাল দুটি ট্রাকে তোলার পর ভোর ৪টার দিকে চলে যায়।
হ্যামকো জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, “ডাকাতরা রাতে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে আট ঘণ্টা অবস্থান করে যায়।”

পরবর্তী দিন ভোর ৫টায় ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রাম ও ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ৯ জনকে আসামি হিসেবে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অজ্ঞাত পরিমাণ টাকা, অস্ত্র ও কিছু মালপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন