অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন শেফালিকা ত্রিপুরা

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মণি চাকমা, প্রফেসর আবদুল লতিফসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী।
অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্যরা শেফালিকা ত্রিপুরাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সবাই নিজের অনুভূতি প্রকাশ ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে ৮ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এই নিয়োগ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী করা হয়েছে, যেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, এর একদিন আগে, ৭ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রণালয় তাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। তার অনুপস্থিতিতেই শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেন।
১৭৮ বার পড়া হয়েছে