সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রস্তাবিত ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় টানা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণ উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালিত হয়।

এ সময় সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদর উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এস.এম. নুর ইসলাম, শ্যামনগর উপজেলা সভাপতি আনিছুর রহমান, আশাশুনি উপজেলা সভাপতি সাইফুল্লাহ হোসেন, কালিগঞ্জ উপজেলা সভাপতি মনিন্দ্র নাথ, কলারোয়া সভাপতি সেলিমুজ্জামান, তালা উপজেলা সভাপতি আব্দুল কাদের ও দেবহাটা উপজেলা সভাপতি আবু তারেক নুরে আজম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের চাকরির মর্যাদা, বেতন কাঠামো ও পদোন্নতি বিষয়ে এখনো সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।

তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগ বিধি অনুযায়ী স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিকভাবে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন না করে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন