সর্বশেষ

সারাদেশ

জিকার সংক্রমণ সন্দেহে চট্টগ্রামে দুই রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে এক নারী ও এক পুরুষের শরীরে প্রাথমিকভাবে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার রাতে বেসরকারি ল্যাব ‘এপিক হেলথ কেয়ার’-এ নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। যদিও এখনো জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ বিষয়ে চূড়ান্ত নিশ্চিত ঘোষণা দেয়নি।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রাথমিক রিপোর্টের পরপরই আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা পুনরায় নমুনা পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

আক্রান্ত দুই ব্যক্তি বর্তমানে বাসায় অবস্থান করছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর, র‍্যাশ এবং হাত-পা ফোলাসহ কিছু সাধারণ উপসর্গ তাদের মধ্যে দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, জিকা ভাইরাস সাধারণত প্রাণঘাতী নয়, তবে এটি গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ভাইরাসটি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস মশার মাধ্যমেই ছড়ায়। বর্তমানে একটি একই টেস্ট কিট দিয়ে এই তিনটি ভাইরাস পরীক্ষা করা হয়ে থাকে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আইইডিসিআরের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন