সর্বশেষ

সারাদেশ

হিমাগার ভাড়ায় অতিষ্ঠ কৃষক, সড়কে আলু ফেলে প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ার প্রতিবাদে আলু চাষি ও ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। এর অংশ হিসেবে সড়কে আলু ফেলে রাস্তা অবরোধ করেন তারা।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান চলাচল, ফলে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, বাজারে আলুর দাম নিম্নমুখী হলেও হিমাগার মালিকরা ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এতে উৎপাদিত আলু সংরক্ষণ করে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ২২ টাকা। হিমাগারে সংরক্ষণের জন্য প্রতিকেজিতে খরচ হচ্ছে ৬ টাকা ৭৫ পয়সা। সব মিলিয়ে প্রতি কেজিতে খরচ দাঁড়াচ্ছে প্রায় ২৯ টাকা, অথচ বাজারে আলুর দাম ১৫ টাকার আশপাশে। ফলে প্রতি কেজিতে তাদের ক্ষতি হচ্ছে প্রায় ১৪ টাকা।

একজন চাষি হাসু মিয়া বলেন, “গত বছর যেসব বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা যেত, এবার সেগুলোর ভাড়া ৪৫০ টাকারও বেশি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা বাঁচব কীভাবে?”

পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় সমস্যার সমাধানের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, “বিক্ষোভকারীদের আগামীকাল আলোচনার জন্য আসতে বলা হয়েছে। বৈঠকে বসে হিমাগার ভাড়ার বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন