সারাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও তারিখবিহীন খাবার বিক্রির অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাবার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও তারিখবিহীন খাবার বিক্রির অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাকিলা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ‘হক ফার্মেসি’র মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎপাদনের তারিখ ছাড়া খাবার বিক্রির দায়ে ‘নিউ চিটাগং বেকারি’র মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তায় অংশ নেয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর