সর্বশেষ

চিকিৎসা

করোনার সংক্রমণ বাড়ছে, পরীক্ষার ফি কমালো স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে আবারও বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে কোভিড পরীক্ষার ফি কমিয়ে নতুন সীমা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এখন থেকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো আরটিপিসিআর পরীক্ষায় সর্বোচ্চ ২ হাজার টাকা এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে সর্বোচ্চ ৫০০ টাকা নিতে পারবে।

এতদিন এসব প্রতিষ্ঠানে আরটিপিসিআর পরীক্ষায় ৩ হাজার এবং র‍্যাপিড অ্যান্টিজেনে ৭০০ টাকা নেওয়া হতো।

গত ২ জুলাই (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে দেশের সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নতুন ফি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, “কোনো অবস্থায় নির্ধারিত ফির বেশি নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংক্রমণ বাড়ছে, সতর্কতা জারি
চলতি বছরে এ পর্যন্ত দেশে ৬১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন এবং মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২২ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভারতসহ আশপাশের কয়েকটি দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও সংক্রমণের আশঙ্কা বাড়ছে। তাই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দরে হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ সংক্রমণপ্রবণ দেশে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
চিকিৎসা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন