বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে মো. ইব্রাহিম (৪৫) নামে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যার পর তার মরদেহ ভারতে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা; তার বাবার নাম সৈয়দ আলী।
স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে ইব্রাহিম সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে গিয়েছিলেন। ভোরে দুটি মহিষ নিয়ে ফেরার সময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলিতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। এরপর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ ঘটনার পর সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তাব করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। তবে বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সীমান্তে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। ইব্রাহিম হত্যার ঘটনায় এই দাবি আরও জোরালোভাবে সামনে এসেছে।
১২৩ বার পড়া হয়েছে