খাগড়াছড়িতে ট্রেনিংরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (ASTC) প্রশিক্ষণ চলাকালীন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. মোতালেব হোসেন (৩১) মারা গেছেন।
বুধবার (২ জুলাই ২০২৫) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, এএসআই মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহব্যাপী সেকশন লিডার কোর্স (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়ি এসেছিলেন। প্রশিক্ষণের অংশ হিসেবে সকালে পিটিতে (শারীরিক প্রশিক্ষণ) অংশ নেন তিনি। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "পিটিতে অংশগ্রহণ করার সময় মোতালেব হোসেন অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"
এএসআই মোতালেব হোসেনের অকাল মৃত্যুতে খাগড়াছড়ি পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
১৭৯ বার পড়া হয়েছে