রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন মনোনীত

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলটির সদস্য সচিব আখতার হোসেনকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের আকাঙ্ক্ষা নিয়ে তিনি এগিয়ে যাবেন।”
পথসভায় তিনি উপস্থিত জনতার সামনে আখতার হোসেনের হাত তুলে ধরে বলেন, “আপনারা আজ তার হাত ধরেছেন, তাকে ছেড়ে দেবেন না—এই প্রতিশ্রুতি দিন।”
আখতার হোসেনের রাজনৈতিক ও আন্দোলনমুখী ভূমিকা তুলে ধরে নাহিদ ইসলাম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একাধিকবার কারাবরণ করেছেন। দেশের স্বাধীনতার প্রশ্নে যিনি জীবন বাজি রেখেছেন, সেই সৈনিক আখতার হোসেন এই এলাকার গর্ব। তাকে শক্তিশালী করা ও উচ্চতায় পৌঁছানো এখন আপনাদের দায়িত্ব।”
পথসভাটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
পথসভায় জানানো হয়, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা হয় জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে রাতের এই পথসভায়।
১৩৪ বার পড়া হয়েছে