সর্বশেষ

জাতীয়তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয়
সারাদেশপটুয়াখালীর প্রবীণ সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই
দৌলতপুরসহ সারাদেশে এলপিজি সরবরাহ বন্ধ, বিপর্যস্ত ভোক্তা ও ব্যবসায়ীরা
জাজিরায় ভোররাতে বোমা বিস্ফোরণ, উড়ে গেল বসতঘর- নিহত ১
যান্ত্রিক ত্রুটিতে দুই দিন ধরে বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
কুষ্টিয়ায় দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
আন্তর্জাতিকঅনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ নিল যুক্তরাষ্ট্র
খেলাসুপার কাপের ফাইনালে বার্সেলোনা, বিলবাওকে ৫–০ গোলে বিধ্বস্ত করল ফ্লিকের শিষ্যরা
অপরাধ

নওগাঁয় থানার হেফাজতে ট্রাংক ভেঙে এইচএসসি'র প্রশ্নপত্র চুরির অভিযোগ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ২১ জুন, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর ধামইরহাট থানার হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার একটি বিষয়ের প্রশ্নপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১৭ জুন) এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার থেকে। এতে জেলার শিক্ষাব্যবস্থায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। তিনি জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামীকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন।

ছবিতে দেখা যায়, থানার ট্রাংকে সিলগালা অবস্থায় রাখা প্রশ্নপত্রের ট্রাংকের তালাগুলো খোলা এবং ট্রাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও কনস্টেবল ইকবাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

তবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, মঙ্গলবার রাতে থানায় এক হত্যা মামলায় আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা তিনটি কক্ষে রাখা হয়। তাদের একটি কক্ষে পূর্বেই এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, তাদের একজন হাতকড়া অবস্থায় ওই ট্রাংকের চাবি খুলে প্রশ্নপত্র বের করে কিছু অংশ ছিঁড়ে ফেলেন।

তিনি বলেন, “প্রশ্নপত্র সংরক্ষণের ট্রাংকটি সিলগালা করা থাকলেও তালার চাবিগুলো সাথেই রাখা হয়েছিল, যা ছিল দায়িত্বে অবহেলার প্রমাণ।” তবে পুলিশ সুপার দাবি করেন, “এতে কোনো প্রশ্নপত্র চুরি হয়নি, কেবল ছেঁড়ার ঘটনা ঘটেছে।”

ঘটনাটি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন