সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি, মারা গেছেন ৯ জন

রবিবার, ২৫ মে, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ জন বাংলাদেশি হজযাত্রী।
মোট ১৫৩টি ফ্লাইটের মাধ্যমে তারা সৌদিতে গিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৫১৮ জন।
রোববার (২৫ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হেল্প ডেস্ক।
বুলেটিনে জানানো হয়, হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৭টি হজ ভিসা ইস্যু হয়েছে।
এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মৃত্যু হয়েছে ৯ জন বাংলাদেশি হজযাত্রীর। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। মৃত্যুবরণকারীরা হলেন—জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দিন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২), গাজীপুরের জয়নাল হোসেন (৬০) এবং চাঁদপুরের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।
এ ছাড়া এখন পর্যন্ত ৭৪ জন হজযাত্রী সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন হাসপাতালে ভর্তি আছেন।
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার মধ্য দিয়ে। সর্বশেষ হজ ফ্লাইট যাবে ৩১ মে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
১১৭ বার পড়া হয়েছে