নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের ওপর হামলা: আহত ৯

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা কেবল মরদেহবাহী গাড়িতে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা মৃতদেহের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত হানে। এ সময় ডাকাতদের হামলায় নারীসহ অন্তত ৯ জন আহত হন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়। নিহত ব্যক্তির নাম ছবদর আলী, যিনি ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নাসিরনগরের মুকবুলপুর গ্রামে নিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্বজনদের বরাতে জানা যায়, তিলপাড়া এলাকায় পৌঁছালে একটি সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। এরপর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নিহতের স্বজনদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতদের দাবি অনুযায়ী অর্থ ও মূল্যবান জিনিস না পাওয়ায় তারা মরদেহের ওপরও হামলা চালায়।
আহতদের মধ্যে রয়েছেন: চালক ফিরুজ মিয়া, গাড়ির মালিক খলিল মিয়া, এবং নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, আলমগীর মিয়া, সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।
নিহতের ছেলে মো. আলমগীর মিয়া বলেন, "টাকা-পয়সা নেওয়া যেকোনো ডাকাতির ক্ষেত্রে দুঃখজনক হলেও সহনীয়। কিন্তু আমার মৃত বাবার মরদেহের ওপর এমন হামলা, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাফন শেষে আইনি পদক্ষেপ নেব।"
স্থানীয়রা জানায়, তিলপাড়া এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতের পাশাপাশি দিনের বেলাও ডাকাতির ঘটনা ঘটছে। বাসিন্দাদের মতে, এটি এখন একটি ‘ভুতুড়ে’ সড়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় আইনজীবী মো. রেজাউল হক আমজাদ বলেন, “এটি কেবল একটি ডাকাতি নয়, এটি মানবতা ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”
নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অতীতেও এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, “লাশবাহী গাড়িতে ডাকাতি অত্যন্ত পীড়াদায়ক ও মর্মান্তিক। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”
১১০ বার পড়া হয়েছে