বৈষম্যবিরোধী আন্দোলনে সজল হত্যায় শেখ হাসিনাসহ ৬২ জনের নামে মামলা

সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সজল মিয়ার (২০) মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের ৬২ জন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের মা রুনা বেগম (৪৭)।
এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত বছরের ২০ জুলাই, তবে দীর্ঘ ৯ মাস পর চলতি বছরের ১৬ মে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১৯ মে (রোববার) রাতে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই সজল মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। তখন আসামিরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় গুলিবর্ষণের ঘটনায় সজলের পেটে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বর্তমানে ভারতে অবস্থানরত), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “সারা দেশে গ্যাজেট প্রকাশের পর নিহত সজলের মা মামলা করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।”
১১৬ বার পড়া হয়েছে