সাগর হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ কারাগারে

শনিবার, ১৭ মে, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ মে) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হলে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষ। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৩ মে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধ হন সাগর। ঘটনার পর রাত ৩টার দিকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান তার মা বিউটি আক্তার।
ঘটনার দীর্ঘ চার মাস পর ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
১১৮ বার পড়া হয়েছে