সারাদেশ

সাতক্ষীরার তালায় গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৫ মে, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোনাই মো. আবুল কাশেম জানান, রোববার সন্ধ্যায় অসুস্থ মেয়েকে টাকা পাঠানোর জন্য সেলিনা বেগম বাজারে যান। তবে রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ কালভার্টের নিচে দেখতে পান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সেলিনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ওষুধ এবং কিছু কাঁচাবাজার উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি শেখ শাহিনুর রহমান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন